City of Education

About me

সম্মানিত শিক্ষকবৃন্দ,

নতুন কারিকুলামের স্বপ্নময় যাত্রায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি)/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সময় বিভিন্ন তথ্য   প্রদান করে থাকে- যেমন, শিখনকালীন মূল্যায়ন নির্দেশিকা, ষান্মাসিক মূল্যালয় নির্দেশিকা, বার্ষিক মূল্যালয় নির্দেশিকা। উক্ত নির্দেশিকাগুলো প্রতিটি  বিষয় শিক্ষকের জন্য অতি প্রয়োজন।

উপরোক্ত বিষয়গুলো  ভিন্ন ভিন্ন সময়ে গুগুল ড্রাইভের মাধ্যমে এসসিটিবি/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  -জেলা শিক্ষা অফিস/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করে থাকেন। পরবর্তীতে  সেগুলো ইমেইলে/ হোয়াটস এপস গ্রুপ/ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সময় সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উক্ত  লিংকসমূহ প্রেরণ করা হয়ে থাকে।

নতুন কারিকুলাম সংক্রান্ত সকল তথ্যসমূহ একই স্থানে যেন পাওয়ার যায়  এটাই  আমার এ প্রয়াস।

যে বিষয়গুলো আপনারা এ ওয়েব সাইট www.cityofeducation.com এ পাবেন

  1. Book: ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল বিষয়ের বিষয় ভিত্তিক পাঠ্যপুস্তক(4X11=44টি – PDF)
  2. TG : ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল বিষয়ের বিষয় ভিত্তিক শিক্ষক সহায়িকা(4X11=44টি- PDF),
  3. Assessment : ষষ্ঠ থেকে নবম  শ্রেনির সকল বিষয়ের বিষয় ভিত্তিক নির্দেশিকা(4X11=44টি- PDF),
  4. Assessment : ষাণ্মাসিক ও বার্ষিক NCTB/মাউশি কর্তৃক প্রকাশিত হলে পাওয়া যাবে।
  5. মূল্যায়ন ছক : ষষ্ঠ থেকে নবম শ্রেনির সকল বিষয়ের বিষয় ভিত্তিক মূল্যায়ন ছক ((4X11=44টি, MS Excel এ)
  6. মূল্যায়ন ছক : ষাণ্মাসিক ও বার্ষিক NCTB/মাউশি কর্তৃক প্রকাশিত হলে পাওয়া যাবে।
  7.  ষষ্ঠ থেকে নবম শ্রেনির সকল বিষয়ের অভিজ্ঞতা, যোগ্যতা,  মোট PI এবং মোট যাচাইকৃত  PI  এর সার সংক্ষেপ -4 পাতা PDF
  8.  ষষ্ঠ থেকে নবম শ্রেনির সকল বিষয়ের অভিজ্ঞতা, যোগ্যতা,  মোট PI এবং মোট যাচাইকৃত  PI (4X11=44পাতা PDF)
  9. ষষ্ঠ থেকে নবম শ্রেনির সকল বিষয়ের সেশন পরিকল্পনা এর সার সংক্ষেপ-1 পাতা PDF
  10. ষষ্ঠ থেকে নবম শ্রেনির সকল বিষয়ের সেশন পরিকল্পনা -১১ পাতা PDF
  11. ষষ্ঠ থেকে নবম শ্রেনির সকল বিষয়ের অভিজ্ঞতা ভিত্তিক PI-১১ পাতা PDF
  12. ষষ্ঠ থেকে নবম শ্রেনির সকল বিষয়ের PI ভিত্তিক অভিজ্ঞতা -১১ পাতা PDF
  13.  শিক্ষাক্রম রুপরেখা-2021(1টি – PDF)
  14. আচারণিক মূল্যায়ন (BI) মূল্যায়ন ছক ((4X1=4টি, MS Excel এ)
  15. অন্যান্য

সকলকিছুর তথ্যসূত্র জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি)  / মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর , বাংলাদেশ, ঢাকা। টেকনিক্যাল সহযোগিতা করেছেন জনাব লিয়াকত বিশ্বস, সহকারী শিক্ষক, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ Narayan Ch. Das

===000===

তথ্যসূত্র : শিক্ষাক্রম রুপরেখা-2021

Scroll to Top